মাগুরা-ঝিনাইদহ সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন মাগুরা সদর উপজেলার আলমখালির বাসিন্দা সার ব্যবসায়ী অমরেশ বসু (৬২) ও মাগুরা শহরের পুলিশ লাইন এলাকার বাসিন্দা মাগুরা শস্য গুদাম ঋণ প্রকল্প অফিসের অফিস সহায়ক রসুল শিকদার (৪৮)।
নাজমুল জুয়েলার্স, হল মার্ক সহ এখানে ইন্ডিয়ান মেশিনের সাহায্য বিভিন্ন গহনা তৈরি করা হয়, সময় মত ডেলিভারি দেওয়া হয়,১৮/২১/২২ ক্যারেটের বিভিন্ন গহনা অর্ডার নেওয়া হয়,এবং সোনা ও রুপার সকল গহনা রেডিমেড বিক্রয় করা হয়, মধুমিতা টাউন হল মার্কেট নিচতলা ভিতরে, দোকান নাম্বার ১৫, মাগুরা। মোবাইলঃ-01741424215 ✋
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম জানান, গতকাল শুক্রবার সকালে রসুল শিকদার মাগুরা-ঝিনাইদহ সড়কে হাঁটতে বের হন। ওই সড়কের হাওড় এলাকায় একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
অন্যদিকে একই সড়কের রাউতড়া এলাকায় বৃহস্পতিবার সকালে নসিমনের ধাক্কায় গুরুতর আহত হন আলমখালি বাজারের সার ব্যবসায়ী অমরেশ বসু। তাকে চিকিৎসার জন্য প্রথমে মাগুরা ২৫০ শয্যার হাসপাতালে পরে অবস্থার অবনতিতে ঢাকায় নেবার পথে রাতেই তার মৃত্যু হয়।