রাশিয়ার ‘স্পুটনিক-ভির’ পর এবার চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা ব্যবহারের অনুমোদন পেয়েছেন বাংলাদেশ সরকার। সম্প্রতি তাদের দেওয়া টিকা বাংলাদেশে এসেছে। তাদের দেওয়া টিকা বাংলাদেশ সরকার গ্রহন করে তা দেশের বিভি্ন্ন জেলায় ইতোমধ্য পাঠানো শুরু করেছে।
তারই ধারাবাহিকতায় ১৬ জুন মঙ্গলবার, ১২টার দিকে চীনের তৈরী সিনোফার্মের টিকার ৪৮০০ ডোজ মাগুরাতে এসে পৌছেসে।
এ বিষয়ে মাগুরা সিভিল সার্জন ড. শহিদুল্ল দেওয়ান জানান, আজ আমরা চীনের তৈরী সিনোফার্মের টিকা হাতে পেয়েছি। তবে এখনো কোন ধরনের নির্দেশনা দেওয়া হয়নী এটা কবে কখন কাদরেকে দেওয়া হবে। তবে ধারনা করছি শ্রীঘ্রই আমরা জানতে পারব।