মাগুরায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে পদসংখ্যা বৃদ্ধির দাবিতে চাকরি প্রত্যাশিদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
চলমান প্রাথমিক শিক্ষক নিয়োগ কার্যক্রমে শুন্য পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগের দাবিতে সোমবার (২৮ নভেম্বর ) সকালে জেলা শিক্ষা অফিসের সামনে মানববন্ধন করেছে শিক্ষক নিয়োগের ২০২০ এর ফল প্রত্যাশীবৃন্দ।
মানববন্ধনে দাবি করা হয়, এবার নিয়োগ পরীক্ষা বিগত বছরের থেকে স্বচ্ছ হয়েছে বিধায় এবারের প্রাথমিক শিক্ষক নিয়োগে মেধাবীরাই সুযোগ পাবেন। যেহেতু ২০২০ সালের নিয়োগ বিঞ্জপ্তি ছিল। ইতিমধ্যে করোনা জনিত কারণে অনেকে বিলম্ব হওয়াই বেকারত্বের চাপ যেমন বেড়েছে সেই সাথে অনেক পদ সংখ্যা ও শুন্য হয়েছে।
তাছাড়াও এবার ৪৫ হাজার শিক্ষক নিয়োগের লক্ষ্যে অধিদপ্তর সেই অনুপাতে মৌখিক পরীক্ষার জন্য প্রার্থী নির্বাচন করে। পরবর্তীতে অধিদপ্তরের পক্ষ থেকে পদ আরো বাড়িয়ে ৫৮ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানায়।
কিন্তু এখন পদ সংখ্যা কমিয়ে ফল প্রকাশের পায়তারা চলছে বলে অভিযোগ জানায় শিক্ষক নিয়োগ ফল প্রত্যাশীরা।
তাদের পক্ষ থেকে শুন্য পদের বিপরীতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক নিয়োগের দাবি জানানো হয়। তা না হলে পরবর্তীতে তারা আরো বড় আন্দোলন কর্মসূচি নিবেন বলে জানান ফলপ্রত্যাশিরা।
পরে মানববন্ধন শেষে তারা মাগুরা জেলা প্রশাসকের কাছে স্বারকলীপী পেশ করেন।