মাগুরায় বঙ্গবন্ধু মাগুরা জেলা ফুটবল লীগ ২০২০-২১ এর ফাইনাল খেলা গতকাল শনিবার বিকেলে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জমান স্টেডিয়ামে অনুষ্টিত হয়েছে। খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার উদ্বোধন করেন।
চরম প্রতিদ্ধন্দিতাপুর্ণ এ খেলার নির্ধারিত সময়ে দুটি দলের খেলোয়াড়েরা প্রতিপক্ষের জালে বল ঢোকাতে ব্যর্থ হন। পরে ফলাফল নির্ধারনে খেলা গড়াই টাইব্রেকারে। ভাগ্য নির্ধারণী টাইব্রেকারে মুসলিম স্পোটিং ক্লাব ৪-২ গোলের ব্যবধানে আছাদুজ্জামান স্পোর্টস একাডেমিকে পরাজিত করে লীগ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন আছাদুজ্জামান স্পোর্টস একাডেমির নিশান। লীগে সর্ব্বোচ্চ গোলদাতা আবাহনী ক্রিড়া চক্রের খেলোয়াড় নূর ইসলাম পুরস্কার অর্জন করে।
পুরস্কার নিচ্ছেন মুসলিম স্পটিং ক্লাবের কর্মকর্তারা
খেলা শেষে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনালে অংশগ্রহণকারী দুইটি দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর, পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবির, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন ও মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এ্যাড.জিল্লুর রহমান লাজুক ।
মাসব্যাপী হওয়া এ ফুটবল লীগে জেলার ২৪টি দল অংশ নিয়ে ছিল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্তবধানে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মাগুরা জেলা ফুটবল এসোসিয়েশন এ লীগের আয়োজন করেছে ।