1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব | দৈনিক মাগুরা
বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৪:১৪ পূর্বাহ্ন

মাগুরায় বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া আনন্দ উৎসব

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৫০ জন দেখেছেন

মাগুরায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২২-২৩ এর আওতায় অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীতা বিষয়ক সচেতনতা এবং ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল সোমবার সকাল ১১ টায় বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে এ ক্রীড়া উৎসবের আয়োজন করে জেলা ক্রীড়া অফিস মাগুরা । অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাসের সভাপতিত্বে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ড.মোছা:নাসরিন আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ী প্রতিবন্ধী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেন ।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুলিয়া সুকায়না, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো:আশাদুল ইসলাম,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহাম্মদ আল হোসেন ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ডালিফা ইয়াসমিন উপস্থিত ছিলেন ।

ক্রীড়া আনন্দ উৎসবে ২টি ইভেন্টে বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের ৪০জন শিক্ষার্থী অংশ নেয় । শেষে নৃত্য,গান,কবিতা পরিবেশন করে স্কুলের শিক্ষার্থীরা ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )