1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় ভেজাল সার ও কীটনাশক ব্যাবসায়ির অত্যাচারের বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন | দৈনিক মাগুরা
বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন

মাগুরায় ভেজাল সার ও কীটনাশক ব্যাবসায়ির অত্যাচারের বিরুদ্ধে কৃষকদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৫০৭ জন দেখেছেন

‘‘বাঁচলে কৃষক,বাঁচবে দেশ’’ এই স্লোগানকে সামনে নিয়ে ভেজাল ও নকল সাল,কীটনাশক তৈরিকারক মো: আলী আজগর খান এর জামিন বাতিল
করে সাজার দাবি ও লাইসেন্স বাতিলসহ ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে জানিয়ে মানববন্ধন করেছে দুইশতাধিক কৃষকরা। কৃষকরা বলেন, পিয়াজের মৌসুমে
কলালাপুর গ্রামের প্রায় ৩শ একর জমির ফসল ভেজাল ও নকল কীটনাশক ব্যবহারের ফলে নষ্ট হয়ে যায়। এতে কৃষক ব্যাপক ভাবে আর্থিক ক্ষতিগ্রস্থ হয়।
গতকাল বুধবার দুপুরে অভিযুক্ত আলী আজগরের শাস্তির দাবি জানিয়ে মাগুরা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শ্রীপুর উপজেলা কাদির পাড়া ও
নাকোল ইউনিয়নের ক্ষতিগ্রস্থ কৃষকরা এ মানববন্ধন করেন। এ সময় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বিশ্বাসসহ অন্যরা । মানববন্ধনে কৃষকরা
বলেন, আজগর আলী খান নামের একজন কীটনাশক ব্যাবসায়ী দীর্ঘদিন যাবৎ এলাকায় নকল সারের কারখানা তৈরি করে কৃষকদের মাঝে বিক্রয় করে। যার ফলে
কৃষকদের লক্ষ লক্ষ টাকার পিয়াজের ক্ষেত নষ্ট হয়ে যায়। পরে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দিলে আলী আজগর খানকে মোবাইল কোর্টের মাধ্যমে গ্রেফতার করে ৬
মাসের জেল ও এক লক্ষ টাকা জরিমানা করেন। সম্প্রতি তিনি জেল হাজত থেকে জামিনে মুক্তি পেয়ে পুনরায় নকল সার ও কীটনাশকের কারখানা তৈরি করেছে ব্যবসা
শুরু করেছে। একই এলাকার কৃষক ইবাদত আলী শেখ বলেন, আজগর আলী খান জামিতে মুক্তি পেয়ে এলাকায় নিরিহ কৃষকদের উপর তার ছেলে মারধর ও হামলার
ঘটনা ঘটিয়েছে। এই আজগর আলী খানকে দৃষ্টান্তমুল শাস্তির দাবি করেন এই কৃষক।পরে মানববন্ধন শেষে একটি মিছিল বের হয়ে শহরের চৌরাঙ্গী মোড় ঘুরে মাগুরা
জেলা প্রশাসক ড.আশরাফুল আলমের কাছে অভিযোগপত্র প্রদান করেন ভুক্তভোগী কৃষকরা ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )