মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাগুরা জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আছাদুজ্জামানের ২৯ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকালে জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরের ভায়না পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারত শেষে শোক র্যালি বের হয়। র্যালি শেষে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে বেলা ১১ টায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ’র সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, শালিখা উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন, আওয়ামীলীগ নেতা বাসুদেব কুন্ডু, শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কামাল আজাদ, পৌর আওয়ামীলীগের সভাপতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মাকুলসহ আওয়ামীলীগ এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে মাগুরা ডায়াবেটিক হাসপাতাল চত্বরে বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামানের ২৯ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।