দূর থেকে দেখে মনে হবে রান্তার পাশে দুমড়ে মুচড়ে পড়ে আছে এক জীবন্ত কঙ্কাল। কাছে যেতেই হৃদপিন্ড টা নড়ে উঠলো। মাগুরা সদরের মাগুরা-ঝিনাইদাহ সড়কের রাস্তার পাশে পরিচয়হীন এক বৃদ্ধাকে রেখে পালিয়েছে তার পরিবার।
অজ্ঞাত নামা ঔই ব্যক্তি এখন মাগুরা সদর হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইদাহ মহাসড়কের খালিমপুর এলাকায় বৃহস্পতিবার রাতে পুলিশ উদ্ধার করে ঔই ব্যক্তিকে। স্থানীয়রা দুপুরের পর থেকে তাকে চাদরে মোড়ানো অবস্থায় কঙ্কলসার প্রাণসর্বস্ব মানুষটিকে সড়কের পাশে পড়ে থাকতে দেখে। পরে স্থানীয় এক ব্যক্তি ৯৯৯ ফোনে বিষয়টি জানালে রাতে পুলিশ তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতলে ভর্তি করে। ঔই ব্যক্তি কথা বলতে পারছে না। এমনকি নিজে কোন কিছু খেতে পারছে না। এখনও তার নাম পরিচয় জানা যায়নী।
জরুরি বিভাগের চিকিৎসক অমল প্রসাদ জানান, তিনি চরম পুষ্টিহীনতায় ভুগছেন। তাকে হাসপাতলের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেয়া হচ্ছে। নার্স সহ আশে পাশের রোগীর স্বজনরা তাকে প্রয়োজনীয় দেখভাল করছেন।
তবে স্বজনকে এভাবে ফেলে যাওয়াকে অমানবিক বলেছেন হাসপাতলে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগিরা।