1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় শতভাগ করোনা টিকা কার্যক্রম লক্ষ্যমাত্রা অর্জন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান | দৈনিক মাগুরা
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:২৯ অপরাহ্ন

মাগুরায় শতভাগ করোনা টিকা কার্যক্রম লক্ষ্যমাত্রা অর্জন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৫৬ জন দেখেছেন

মাগুরা জেলায় করোনা টিকা দান কার্যক্রম লক্ষ্যমাত্রা অর্জন করায় শতভাগ ভ্যাকসিনেশন উদযাপন অনুষ্ঠান গতকাল শনিবার সন্ধ্যায় স্থানীয় নোমানী ময়দান মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবীর প্রমুখ।
অনুষ্ঠানে সিভিল সার্জন ডাক্তার শহীদুল্লাহ দেওয়ান জানান, ২২ ফেব্রæয়ারী ২০২২ এর মধ্যে লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার জন্য জাতীয়ভাবে নির্দেশনা দেয়া হয়। জেলায় টিকা দান শুরুর পর থেকে চলতি বছরের ২২ ফেব্রæয়ারী পর্যন্ত ১২ বছর বয়সের উর্ধ্বে মোট জনসংখ্যার ৭০ শতাংশ মানুষের মধ্যে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা পুরণ করতে সক্ষম হয়েছে। লক্ষ্যমাত্রা অনুযায়ী এর সংখ্যা ছিল ৭ লাখ ৫৮ হাজার মানুষ। এর মধ্যে ৭ লাখ ৬৪ হাজার ৩৩৩ জনকে টিকা দেয়া হয়েছে। যা লক্ষ্যমাত্রার তুলনায় অধিক।

এছাড়া টিকা প্রদানের ক্ষেত্রে সারা দেশের মধ্যে মাগুরা জেলার অবস্থান তৃতীয় এবং খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে মাগুরা প্রথম স্থানে রয়েছে। উল্লেখ্য, জেলার মোট জনসংখ্যা ১০ লাখ ৫৮ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ১২ বছর বয়সের উর্ধ্বে টিকা নেয়ার মত মোট জনসংখ্যা রয়েছে ৮ লাখ ৫৮ হাজার ৭৩১ জন। এর আগে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )