মাগুরায় শুক্রবার সকাল ১১টায় অর্ধ-শতাধিক দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে মাগুরা এ টু জেড অনলাইন বাজার । শহরের ইসলামী ব্যাংকের নিচ তলায় রাজ কমপ্লেক্স প্রাঙ্গনে মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন ।
এ সময় মাগুরা এ টু জেড অনলাইন বাজারের পরিচালক এ্যাডমিন শাকিলা রায়হান, এ্যাডমিন মারুফ রায়হান,প্রধান মডারেটর শেখ ইলিয়াস মিথুন,সংগঠনের আহবায়ক মেহেদী হাসনাত,যুগ্ম-আহবায়ক আইনুল হোসাইন ও মডারেটর খন্দকার নুরুজ্জামান প্রমুখ ।
সংগঠনের প্রধান মডারেটর শেখ ইলিয়াস মিথুন জানান, মাগুরাতে বিভিন্ন পন্য বিপননে মাগুরা এ টু জেড অনলাইন বাজার সাফল্যের সাথে কাজ করছে । ইতিমধ্যে এ অনলাইন বাজার ১ লক্ষ মেম্বর পূর্তি করেছে । এ অনলাইন বাজারের বিভিন্ন পন্য ও খাদ্য সামগ্রী গ্রাহকদের নজর কেড়েছে ।
আগামীতে এ সংগঠনের আরো আধুনিক পন্য বিপননে অগ্রনী ভ‚মিকা পালন করবে । শেষে সংগঠনের ১ লক্ষ মেম্বর পূর্তি উপলক্ষে কেক কাটা হয় ।