1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় শেখ রাসেল পৌর শিশু পার্ক উদ্বোধন | দৈনিক মাগুরা
বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ০৬:১১ অপরাহ্ন

মাগুরায় শেখ রাসেল পৌর শিশু পার্ক উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৬৪৭ জন দেখেছেন

শেখ রাসেল পৌর শিশু পার্ক উদ্বোধনের মধ্য দিয়ে মাগুরাবাসির দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হলো। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পারনান্দুয়ালী- লক্ষীকান্দর গ্রামে নবনির্মিত এ শিশু পার্কের উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

এ উপলক্ষে পার্ক প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, এলজিইডি’র ইউজিআইআইপি-৩ এর প্রকল্প পরিচালক এ,কে,এম রেজাউল ইসলাম, জেলা আওয়ামীলীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামীলীগ নেতা মুন্সী রেজাউল হক প্রমুখ।
অনুষ্ঠানে জানানো হয়, এলজিইডির তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ (ইউজিআইআইপি-৩) প্রকল্পের আওতায় ১৯ কোটি ২ লাখ টাকা ব্যয়ে ৩ একর জমির উপর পারনান্দুয়ালী- লক্ষীকান্দর গ্রামে শেখ রাসেল পৌর শিশু পার্কটি নির্মাণ করা হয়েছে। এখানে রয়েছে মিনি ট্রেন, ২টি পিকনিক স্পট, বিশ্রামের জন্য ২টি কটেজ ও পর্যাপ্ত সিটের ব্যাবস্থা, শিশুদের খেলাধুলার জন্য দুটি প্লে গ্রাউন্ড, ২টি মাল্টি সুইং (দোলনা), ২টি স্পাইরাল ¯িøপারসহ ৬টি ¯িøপার, দুটি ঢেঁকি কল, দুটি ফুড কাউন্টার, প্যারাট্রোপার, ৬ সেট ইলেকট্রিক বাম্পার কার, ৩২সিট বিশিষ্ট হানি সুইং, ৩২ সিট বিশিষ্ট ওয়ান্ডার হুইলসহ বিভিন্ন আধুনিক সুযোগ সুবিধা রেয়েছে এ শিশু পার্কটিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )