মাগুরায় যাত্রীবাহী বাস ও নসিমনের সংঘর্ষে জামাল সর্দ্দার (২৫ ) নামে এক বিদ্যুৎ শ্রমিক নিহত হয়েছে ।
৬ জুন (রোববার ২০২১) সকাল ১০ টায় মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে । নিহত বিদ্যুৎ শ্রমিক জামাল যশোরের কেশবপুর উপজেলার বুড়িহাটি গ্রামের এনায়েত সদ্দারের ছেলে ।
মাগুরা সদর থানার ওসি জয়নাল আবেদিন জানান, মাগুরা থেকে একটি নসিমন যোগে কিছু বৈদ্যুতিক পিলার শ্রীপুরের ঘসিয়াল গ্রামে যাচ্ছিল। মাগুরা-ফরিদপুর সড়কের রামনগর নামক স্থানে নসিমনটি পৌছালে মাগুরা থেকে ফরিদপুর মুখি একটি যাত্রীবাহী লোকাল বাস পেছন থেকে নসিমনটিকে ধাক্কা দেয় । এ সময় ঘটনাস্থলে জামাল সর্দ্দার (২৫ ) নামে এক ব্যক্তি নিহত হয় । নসিমনে থাকা ৫ জন শ্রমিক আহত হয়েছে । গুরুতর আহত শ্রমিক তপন (২৪) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
মরাদেহ মাগুরা ২৫০ শয্যা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।