মাগুরা শ্রীপুর উপজেলার গাংনালিয়া বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় অগ্রণী ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। নিহত ব্যক্তি মাগুরার সদর উপজেলার বড় শলই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে উজ্জ্বল বিশ্বাস (৩৬)।
প্রত্যক্ষদর্শী ও
স্বজনদের বরাত দিয়ে যানা যায়, ১৪ই নভেম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ব্যাংক কর্মকর্তা উজ্জল মোটরসাইকেল যোগে অফিস শেষ করে শ্রীপুর থেকে মাগুরা শহরে বাসার উদ্দেশ্য রওনা দিলে পথিমধ্যে গাংনালীয়া বাজার এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি ইঞ্জিন চালিত নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মরাদেহটি ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে বলে যানা গেছে।