মাগুরা সদরের হাসপাতাল পাড়ায় হরিজন সম্প্রদায়ের মানিক লাল ডোমকে (৪০) নিজ ঘরে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের ভাই হীরা লাল জানান, ৮ বছর বয়সী ছেলে শান কে নিয়ে নিজ বাড়ির একই কক্ষে তারা ঘুমিয়ে ছিল। রাতে বাড়িতে আর কেউ ছিল না। ভোর রাত ৪টার দিকে ছেলে ঘুম ভেঙ্গে দেখে বাবা রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে। এ অবস্থায় শান দ্রুত পাশের বাড়িতে থাকা বড় ভাই আসন ও কাকা হীরা লালকে জানায়। তারা এসে মানিক লালকে মৃত অবস্থায় দেখতে পায়। ঘটনার পরপরই পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরাদেহ মর্গে পাঠায়।
ঘটনার বিষয়ে সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, সকালে আমি সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার ঘটনা স্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় সন্দেহ ভাজন কাউকে আটক আমরা আটক করতে পারিনী। আমরা প্রাথমকি ভাবে ধারনা করছি এটি একটি পরিকল্পিত হত্যা কান্ড। এ ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।
তবে মামলার বিষয়ে জানতে চাওয়া হলে সহকারী পুলিশ সুপার জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। পারিবারিক অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হবে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।