মাগুরা সিভিল সার্জন অফিসের তথ্য মতে,জেলায় ৩১ জানুয়ারি’২০২২ পর্যন্ত মোট ১১ লক্ষ ৫৯ হাজার ৭০০ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে । যার মধ্যে ১ম ডোজ গ্রহনকারী ৭ লক্ষ ৪ হাজার ৩৬ জন,২য় ডোজ ৪ লক্ষ ৪৪ হাজার ২৪২ জন এবং ৩য় ডোজ দেওয়া হয়েছে ১১ হাজার ৪শ’ ২১ জনকে । পাশাপাশি মাগুরা পৌরসভার পক্ষ থেকে করোনা সচেতনতার জন্য বিভিন্ন কর্মসূচী পালন করছে ।
সারাদেশে করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় মাগুরাতে বাড়ছে আক্রান্তের সংখ্যা । করোনা সচেতন করতে ইতিমধ্যে জেলা স্বাস্থ্যবিভাগ থেকে বিভিন্ন কর্মসূচী নেয়া হয়েছে ।
গতকাল বুধবার মাগুরা পৌরসভার আয়োজনে শহরের ৫টি কেন্দ্রে চলছে ভ্রাম্যমান টিকাদান প্রদানের কাজ ।
মাগুরা পৌরসভার স্বাস্থ্য সহকারি আইয়ুব আলী জানান, বুধবার মাগুরা পৌরসভা থেকে শহরের ৫ টিকা কেন্দ্রে করোনার সিনোভ্যাকের ১ম ডোজ টিকা প্রদানের কার্যক্রম শুরু হয়েছে । এ ৫টি কেন্দ্র হলো- নতুন বাজার,চৌরঙ্গী মোড়,মধুমতি সিনেমা হলের সামনে,ঢাকা রোড ও পৌরসভার সামনে এ বুথগুলো থেকে টিকা দেওয়া হচ্ছে । যাদের বয়স ১৮ বছরের উর্ধ্বে এবং যারা এখনো করোনা টিকা গ্রহন করেনি শুধু তারাই এ টিকা গ্রহন করবে । প্রতিটি টিকা কেন্দ্রে ২ জন স্বাস্থ্য সহকারি ও ৪ জন স্বেচ্ছাসেবক কাজ করছে । এ কেন্দ্রে সকাল ৯টা বিকাল ৩টা পর্যন্ত চলবে টিকা প্রদানের কাজ ।
স্বাস্থ্যবিভাগ বলছে,মাগুরা সদর হাসপাতাল থেকে ২য় ডোজ ও ৪০ উর্ধ্ব বয়সীদের দেয়া হচ্ছে বুস্টার ডোর । পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া অব্যাহত রয়েছে । জেলার জনসাধারণকে সচেতন করতে শহরে চলছে মাইকিং । মাস্ক বাধ্যতামূলক করতে জেলা প্রশাসন থেকে চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান । শহরে কেউ মাস্ক পরে না আসলে তাকে ভ্রাম্যমান আদালতের মুখোমুখি হতে হচ্ছে । তাই শহরে কেউ বের হলে মাস্ক পরে বের হচ্ছে ।