1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে ৬টিতে আওয়ামিলীগ ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী | দৈনিক মাগুরা
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৫:৫৫ অপরাহ্ন

মাগুরায় ৪র্থ ধাপের ইউপি নির্বাচনে ৬টিতে আওয়ামিলীগ ২টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৬৮৩ জন দেখেছেন
মাগুরায় ৪র্থ ধাপের ইউনিয়ন নির্বাচনে শ্রীপুর উপজেলায় মোট ৮ টি ইউপির বেসরকারি ফলাফলে ৬ টিতে আওয়ামিলীগ এবং ২টিতে সতন্ত্র প্রার্থী বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।
নির্বাচিতরা হলেন, ০১ নং গয়েশপুর ইউনিয়নে- হালিম মোল্যা, নৌকা, ০২ নং আমলসার ইউনিয়নে- সেবানন্দ বিশ্বাস, নৌকা, ০৩ নং শ্রীকোল ইউনিয়নে- কুতুবুল্লা হোসেন,বিদ্রোহী, ০৪ নং শ্রীপুর ইউনিয়নে- মশিয়ার রহমান, নৌকা, ৫ নং দারিয়াপুর ইউনিয়নে- আবদ্দুর সবুর, নৌকা, ০৬ নং কাদিরপাড়া ইউনিয়নে-আইয়ুব হোসেন খান, বিএনপি সতন্ত্র, ০৭ নং সব্দালপুর ইউনিয়নে- পান্না খাতুন , নৌকা এবং ০৮ নং নাকোল ইউনিয়নে – হুমায়ুন রশিদ মুহিত, নৌকা প্রতীক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )