1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় ৫৫টি মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ | দৈনিক মাগুরা
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ন

মাগুরায় ৫৫টি মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৮৬ জন দেখেছেন

মাগুরায় গতকাল বৃহস্পতিবার দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় জেলার ৫৫টি নিবন্ধিত মহিলা সমিতির অনুকুলে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. আশরাফুল আলম সমিতির সভানেত্রীদের হাতে এ অনুদনের চেক তুলে দেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পারিচালক আব্দুল আওয়াল, প্রোগ্রাম অফিসার আঞ্জুমনারা মাহমুদ, স্বেচ্ছাসেবী সংস্থা আরডিসির নির্বাহী পরিচালক লায়লা কানিজ বানু ও সন্ধি মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী রেহেনা পারভীন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে জেলার ৫৫টি মহিলা সমিতির অনুকুলে সর্বোচ্চ ৫০ হাজার ও সর্বনিম্ম ২৫ হাজার টাকা হারে মোট ১৭ লাখ ১৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )