মাগুরায় অভিনব কায়দায় মোটর সাইকেলের তেলের ট্যাংকিতে রূপা পাচারকালে সারোয়ার উদ্দিন (২৮) নামে এক যুবককে ২ ডিসেম্বর শুক্রবার সাড়ে ৬টার দিকে মাগুরা সদরের ইছাখাদা এলাকার দরগাহ গেট নামক স্থান থেকে আটক করে মাগুরা সদর থানা পুলিশ। এ সময় তার চালিত টিভিএস মেট্রোপ্লাস মোটর সাইকেলের তেলের ট্যাংকি থেকে লুকিয়ে থাকা প্রায় ৬ কেজি রূপা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ৮ লক্ষ টাকা।
আটককৃত সারোয়ার চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার রামনগর গ্রামের নাসির উদ্দিনের ছেলে।
ভিডিও দেখতে ক্লিক করুন:https://fb.watch/ha4UBmXXn6/
আটকের বিষয়ে সন্ধ্যায় মাগুরা সদর থানায় জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) কলিমুল্লাহ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা ওসি তদন্ত গৌতম ও তার সর্গীয় ফোর্স নিয়ে মাগুরা সদরের ইছাখাদা দরগাহ নামক এলাকা থেকে টিভিএস মেট্রোপ্লাস মোটর সাইকেল সহ সারোয়ারকে আটক করে।
জানা যায়, সারোয়ার একজন পেশায় টাইল্স মিস্ত্রী ছিলেন। সে দৃর্ঘ ৮ বছরের মতো ঢাকাতে টাইল্স মিস্ত্রীর কাজ করতেন। করোনার কারনে কাজ বন্ধ থাকায় অনেক ধার দেনা নিয়ে সংসার চালাতে হয়েছে। ধার দেনা শোধ করার কোন উপায় অন্ত না পয়ে এ কারবারি সাথে জড়িয়ে পড়েসে।
সারোয়ার দর্শনা বর্ডার এলাকা থেকে অভিনব কায়দায় তেলের ট্যাংকি থেকে লুকিয়ে প্রায় ৬ কেজি রূপা ফরিদপুরের বাগাটে সুজয়ের জুয়েলারি দোকানে নিয়ে যাচ্ছিল। আটককৃত ৬ কেজি রূপার আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, আটককৃত ওই ব্যাক্তিকে থানা হেফাজতে রাখা। তার নামে নিয়মিত আইনে মামলা হবে।