মাগুরা সদরের ইছাখাদা পুরাতন বাজার নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৬ জন যাত্রী।
প্রত্যাক্ষদর্শী ও পুলিশ সূত্রে যানা জায়, মাগুরা ভায়না মোড় থেকে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে একটি সিএনজি ঝিনাদাহ জেলার আবালপুরের উদ্দ্যেশ্য ছেড়ে যায়। সিএনজিটি সদরের ইছাখাদা নামক স্থানে পৌছালে পিছন ধেকে একটি মিনি-পিকাপ নিয়ন্ত্রন হারিয়ে ধাক্কা দেয়ে। এ সময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। পরে সিএনজির মধ্যে থেকে আহত যাত্রীদের বের করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক এক জন কে মৃত ঘোষনা করেন। নিহত ওই ব্যক্তির নাম ববি। তার বাড়ি ঝিনাদহ জেলার হাটগোপালপুর গ্রামে। তিনি মাগুরাতে ব্র্যাক এনজিওতে চাকরি করতেন। অফিস শেষ করে বাড়িতে ফিরছিলেন তিনি।
এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হবার কথা রয়েছে। পিকাপটি পুলিশ আটক করেছে।