মাগুরা জেলায় করোনা প্রতিরোধে জেলা ব্র্যাকের মাধ্যমে বিভিন্ন সংস্থার মাধ্যমে ৩ লক্ষ ৫৪ হাজার ৫শ’ মাস্ক বিতরণ করা হবে ।
এ উপলক্ষে ব্র্যাক মাগুরা গতকাল বুধবার বিকালে জেলা প্রশাসকের কাছে ৪১ হাজার মাস্ক হস্তান্তর করেছে । মাস্ক হস্তান্তর অনুষ্ঠানে জেলা ব্র্যাকের সমন্বয়ক মো: শফিকুল ইসলাম,সদরের আঞ্চলিক ব্যবস্থাপক মো: জাহিদুল ইসলাম,এলাকা ব্যবস্থাপক(স্বাস্থ , পুষ্টি ও জনসংখ্যা) রঞ্জন ব্যানাজী ও এলাকা ব্যবস্থাপক জিল্লুর রহমান উপস্থিত ছিলেন ।
জেলা ব্র্যাকের সমন্বয়ক মো: শফিকুল ইসলাম জানান,‘ ব্র্যাক’ যুক্তরাষ্ট ভিত্তিক দাতা সংস্থা ‘হ্যান্ড ব্র্যান্ডস ইনক’ প্রদত্ত ৫ কোটি ৬০ লক্ষ পুনরায় ব্যবহারযোগ্য পরিবেশ বান্ধব সুতি মাস্ক সরকারি এবং ব্র্যাক সংস্থার মাধ্যমে বিতরণের ব্যবস্থা গ্রহন করেছে । এরই অংশ হিসেবে ব্য্যাক মাগুরা জেলার ৪টি উপজেলায় এবং পৌর এলাকায় ৩ লক্ষ ৫৪ হাজার ৫শ’ টি মাস্ক বিতরণের পরিকল্পনা করেছে । এর মধ্যে ব্র্যাক স্বাস্থ্য সেবিকারা পাবে ১ লক্ষ ২৩ হাজার ২শ’টি,ব্র্যাক স্বাস্থ্য কর্মীরা পাবে ২৫ হাজার ৮শ’টি,কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিতরণ করা হবে ৪৮ হাজার ৫শ’টি,ব্র্যাক কর্মসূচির সদস্যরা পাবে ৩৬ হাজারটি, মসজিদ মাদ্রাসায় বিতরণ হবে ২০ হাজার,স্থানীয় এনজিওদেও মাধ্যমে বিতরণ হবে ২৫ হাজার,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদেও মাধ্যমে বিতরণ হবে ২৭ হাজার ,জেলা সিভিল সার্জনের মাধ্যমে বিতরণ হবে ৮ হাজার ও জেলা প্রশাসসের মাধ্যমে বিতরণ হবে ৪১ হাজার মাস্ক ।
তিনি আরো বলেন, কোভিড-১৯ মহামারীর দু:সময়ে জেলা ব্র্যাক বিভিন্ন কাজ সম্পন্ন করেছে । এবারও করোনা প্রতিরোধে সচেতনতামুলক কাজের পাশাপাশি মাস্ক বিতরণ অব্যাহত রয়েছে ।