গত ২২শে অক্টোবর (শুক্রবার ২০২১) মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়, মাগুরা এর রাজস্ব প্রশাসনের অধীন “অফিস সহায়ক ” এবং “নিরাপত্তা প্রহরী” পদে চাকরির নিয়োগ পরীক্ষা অনুষ্টিত হয় সকাল ১০.৩০ হতে সকাল ১১.৩০ পর্যন্ত সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাগুরা কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
লিখিত পরিক্ষা শেষে সকল পরিক্ষার্থীর উওর পত্রের খাতা ও প্রশ্ন পত্র সংগ্রহ করেন দায়িত্বে থাকা কর্মকর্তা ও শিক্ষকেরা। পরিক্ষা শেষ হবার এক দিন পরে শনিবার (২৩ অক্টোবর ২০২১) ফলাফল ঘোষনা করা হবে বলে প্রবেশ পত্রের শর্তাবলি ৭ নং সিরিয়ালে বলা হয় কার্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েব সাইটে (
www.magura.gov.bd) তে প্রকাশ করা হবে। বিলম্ব হলেও আজ ২৫ অক্টোবর লিখিত পরিক্ষার ফলাফল প্রকাশ করেছে জেলা প্রশাসন।
ফলাফলে অফিস সহায়ক পদে লিখিত পরিক্ষায় উত্তীর্ণ হয়েছন ৪১ জন এবং নিরাপত্তা প্রহরী পদে উত্তীর্ণ হয়েছে ১৩ জন। লিখিত পরিক্ষায় উত্তীর্ণ পরিক্ষার্থীদের মোখিক পরিক্ষা অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর দুপুর দুই টায় মাগুরা জেলা প্রশাসকের অফিস কক্ষে।
ফলাফল বিলম্ব হবার বিষয়ে মুটোফোনে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আফাজ উদ্দান জানান, আমরা প্রথমে ভেবেছিলাম পরিক্ষার্থী কম হবে। কিন্ত অনেক পরিক্ষার্থী অংশ গ্রহন করায় একটু দেরি হয়েছে। সকল পরিক্ষার্থী আজ জেলা প্রশাসকের ফেসবুক আইডি এবং ওয়েব সাইটে ফলাফল দেখতে পারবেন।