মাগুরা-ঝিনেইদাহ সড়কের সাইত্রিশ বাজার নামক এলাকায় ২৯ অক্টোবর বিকেলে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নড়াইলের মাঝপাড়া গ্রামের বিমল দাস (৭৫) ও মাগুরা হাজরাপুর গ্রামের কাশেম মোল্যা (৫০)।
আহতদের মধ্য রেহেনা (৩৫), শামীমা (৩০), অমিত (৩২), মিঠুন (৩২), অঞ্জলি বালা (২৫), আজমির (৪০), বাদশা (৩০), ইব্রাহীম (১৮) ও আবুল কাশেমকে (৪৩) মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে।
মাগুরা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মাসুদ সর্দার জানান, ঝিনাইদাহগামী একটি বাসকে মাগুরাগামী সবজিবোঝাই ট্রাকের মুখোমখি সংর্ঘস হয়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনা স্থলে যেয়ে উদ্ধার অভিজান পরিচালনা করে। এ সময় ঘটনা স্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পথে আহত আরেক জনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় ২৫ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনঞ্জুরুল আলম জানান, খবর পেয়ে ঘটনা স্থলে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন ও মরাদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।