সাধারণ যাত্রী সেজে অভিনব পদ্ধতিতে মঙ্গলবার, ৮ জুন ১ টার দিকে মাগুরা শহরের নতুন বাজার এলাকা থেকে একটি মোবাইল ফোন ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যাওয়ার সময় সাধারণ জনতার হাতে নাতে আটক হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, নতুন বাজার এলাকা থেকে অটোর যাত্রী সেজে একই অটোতে উঠে অভিনব কায়দায় অটোতে থাকা একটি মহিলা যাত্রীর কাছ থেকে তার ব্যাগে থাকা একটি মোবাইল ফোন ও নগদ অর্থ কৌশলে ছিনতাই করে পালিয়ে যাবার সময় ওই মহিলার চিৎকারে পাশে থাকা সাধারণ জনগণ বুঝতে পেরে তাকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। ভুক্তভোগী ওই নারীর নাম শুকুরন তার বাড়ি মাগুরা মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের চালিমিয়া গ্রামে।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, চোর সন্দেহে কিছু লোক তাকে আটক করে থানায় আমাদের কাছে সোপর্দ করেছে। আটককৃত জিন্দার আলীর বাড়ি মাগুরা শ্রীপুুর উপজেলার বরিশাট গ্রামে বলে জানা গেছে।
মামলার বিষয়ে জানতে চাওয়া হলে ওসি জানান, যেহেতু তার ঔই ঘটনার বিষয়ে কোন বাদি নাই সেহেতু তার নামে অন্যমামলা থাকলে সেই মামলায় চালান দেয়া হবে।