দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামীলীগের মনোনায়ন ফর্ম তুলেছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে এবং টি টুয়েনটি অধিনায়ক সাকিব আল-হাসান। বঙ্গবন্ধু এভিনুয়ে দলের কেন্দ্রীয় কার্যলয় থেকে সাকিবের নামে মনোনায়ন পত্র সংগ্রহ করা হয়েছে। দীর্ঘ দিন ধরে গুনজন ছিলো জাতীয় নির্বাচনে অংশ নিবেন শাকিব।
এর আগেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন তিনি। তখন তৎকালিন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে মনোনায়ন দেয়া হলেও দেয়া হয়নী সাকিবকে । তবে এবারের নির্বাচনে অংশ নিতে আগে থেকেই তৎপর ছিলেন তিনি। সেই ধারাবাহিকতায় প্রথম দিনেই নিজের নামে মনোনায়ত পত্র সংগ্রহ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
সূত্রের দাবি মাগুরা-১মাগুরা-২ এবং ঢাকা-১০ আসনের জন্য মনোনায়ন পত্র জমা নিয়েছেন প্রতিনিধিরা। সাকিব ছাড়াও এবার আরো দুই ক্রিকেটার আছেন মনোনায়নের তালিকায়।