মাগুরা মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের তামিম (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ২১শে আগষ্ট সকাল ৮টার দিকে বাড়ির পাশের একটি খালের পানিতে পড়ে তার মৃত্যু হয়। এ সময় নুরজাহান নামের এক মেয়ে খালের পাড়ে পাট আড়ানোর সময় পানিতে ভাসতেে একটি শিশু ভাসতে দেখে চিৎকার করে এবং উজির নাকের এক পানি থেকে তুলে আনে। পরে শিশুটিকে আশংকাজনক অবস্থায় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে। তামিম চৌবাড়িয়া গ্রামের শরিফুল মোল্লার ছেলে। তামিমের মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে যানা যায়,তামিমের জানাজার নামাজ আজ দুপুর ২ টায় চৌবাড়ীয়া গোরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।