মাগুরার শ্রীপুরে পুলিশের বিশেষ অভিযানে তিন কেজি গাঁজা সহ এক মাদক কারবারি আটক করেছে পুলিশ।
মাগুরা জেলার শ্রীপুর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে সোমবার (২৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নাকোল ইউনিয়নের মাঝাইল মান্দারতলা গ্রামের ওপায়দা বাজার এলাকায় চেকপোস্ট পরিচালনা করে কুষ্টিয়া টু বরিশালগামী ইমন পরিবহণ থেকে ০৩ কেজি গাঁজা সহ মাদক মাদক কারবারি মনিরুল ইসলাম(৪২) কে আটক করে পুলিশ। আটককৃত মনিরুল কুষ্টিয়া জেলার দক্ষিন কাটদাও গ্রামের আমিনুদ্দিন ঢালীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক বিরোধি ধারাবাজিক অভিযানে মাগুরার শ্রীপুর থানার ওফিসার ইনচার্জের তত্বাবধানে এসআই(নিঃ)/ শরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে ০৩ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মনিরুল ইসলামকে গ্রেফতার করেন। এ সময় মনিরুলকে জিজ্ঞাসাবাদে জানা যায় সে দীর্ঘদিন ধরে কুষ্টিয়া এলাকা থেকে মাদক নিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করছেন।
তার বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু হয়েছে।