মাগুরা সদরের মালিগ্রাম নামক স্থানে রবিবার ২৯ই জানুয়ারি সকাল ১১টার দিকে মটর সাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরো বেস কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে আহত হৃদয়ের অবস্থা অবনতি হওয়াই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত শামিম শেখের (২০) বাড়ি মাগুরা মহম্মদপুর উপজেলার নহাটার পরমেশ্বরপুর গ্রামে। সে ওই গ্রামের কিবির শেখের ছেলে। নিহত শামিম মাগুরা হোঃশঃসোঃ কলেজে পরিক্ষা দেবার জন্য জাচ্ছিলেন।
এ ঘটনার বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, মরাদেহটি হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।