মাগুরায় লকডাউন কার্যকর করতে সুষ্ঠু তালিকা প্রণয়ন করে করোনায় কর্মহীন ও দরিদ্র মানুষকে খাদ্য ও নগদ অর্থ দাওয়া এবং মাগুরা সদর হাসপাতালে আইসিইউ নির্মাণ ও উপজেলা পর্যায়ে করোনা চিকিৎসা নিশ্চিত করার দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা শাখার উদ্যোগে আজ রবিবার সাড়ে ১০টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয় ।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য প্রকৌশলী শম্পা বসু । সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মাগুরা জেলা সংগঠক ভবতোষ বিশ্বাস জয়, মোঃ সোহেল মুন্সী।
বক্তারা বলেন, করোনা দুর্যোগের দ্বিতীয় ঢেউ চলছে বাংলাদেশে। করোনায় গরিব মানুষের পাশাপাশি মধ্যবিত্তের জীবন ও জীবিকা হুমকিতে পড়েছে। লাখ লাখ মানুষ বেকার হয়েছেন, অনেকের আয় কমেছে। গবেষণার তথ্য অনুযায়ী, করোনার কারণে নতুন করে গরিব হয়ে গেছেন কমবেশি প্রায় আড়াই কোটি মানুষ। নতুন ও পুরাতন মিলে দেশের প্রায় ৪২ শতাংশ (৭ কোটির বেশি) মানুষ এখন গরীব। গত এপ্রিল মাস থেকে কখনো স্থানীয় ভাবে কখনো কেন্দ্রীয় ভাবে সীমিত, কঠোর, অতিকঠোর লকডাউন, শাটডাউন চলছে ।
তারা আরও বলেন, করোনা দুর্যোগের শুরু থেকে গণকমিটি মাগুরা জেলার পক্ষ থেকে মাগুরা জেলা সদর হাসপাতালে পিসিআর ল্যাব (করোনা টেস্ট ল্যাব), আইসিইউ ও হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই সিস্টেম স্থাপন করার দাবি জানান হয়েছে । করোনা দুর্যোগের প্রায় দেড় বছরে হাই ফ্লো অক্সিজেন সাপ্লাই সিস্টেম ছাড়া আর কিছু হয়নি। ফলে এখনও টেস্ট রিপোর্ট আসতে অনেক সময় লাগছে। অনেক সময় রিপোর্ট আসার আগেই রোগীর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে; কোন কোন ক্ষেত্রে রোগী মারা যাচ্ছেন।