1. dainikmagura@gmail.com : magura :
মুহম্মদপুরে বাসের চাপায় ইজিবাইক চালক সহ নিহত ৩ | দৈনিক মাগুরা
বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন

মুহম্মদপুরে বাসের চাপায় ইজিবাইক চালক সহ নিহত ৩

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ৩৯৮ জন দেখেছেন
মাগুরা-মহম্মদপুর সড়কের কানুটিয়া ইট ভাটা এলাকায় বাস ও ইজিবাইকের সংঘর্ষে ঘটনা স্থলে দুই জন নিহত হয়েছে। পরে চিকিৎসারত অবস্থায় বেথুলিয়া গ্রামের নির্মল বিশ্বাস (৬০) নামের আরেক জন নিহত হন।
এ ঘটনায় বাস ও ইজিবাইকের অনন্ত ১৫ জন আহত হয়েছে।
দুুর্ঘটনার বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন জানান, রবিবার (৩ এপ্রিল) দুপরে কানুটিয়া এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে একটি যাত্রী বাহী বাস ও একটি ইজিবাইকের সংঘর্ষে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘঁনটাস্থলে ইজিবাইক চালক রাব্বি হোসেন (২৩) এবং যাত্রী জসিম মিয়া (২৪) নিহত হয়।নিহত রাব্বি পার্শ্ববর্তী আওনাড়া গ্রামের আব্দুস সালামের পুত্র এবং জসিম ভাবনপাড়ার রশিদ মিয়ার পুত্র।
নিহতদেরকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে। আহতদের কে মহম্মদপুর ও মাগুরা ২৫০ শয্যা হসপিটালে
চিকিৎসা প্রদান করা হচ্ছে।
ঘঁটনাস্থলে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধোতন কর্মকর্তারা পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্থ বাস ও ইজিবাইক পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )