শিক্ষক হত্যা-লাঞ্ছনা ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে গতকাল
বুধবার সকাল ১১টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। সমাবেশে সভাপতিত্ব করেন গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী এবং
সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু। বক্তব্য প্রদান করেন, গণকমিটি মাগুরা জেলার অন্যতম সদস্য নিখিল রঞ্জন মিত্র ও বাসারুল হায়দার
বাচ্চু।
সমাবেশে বক্তারা বলেন, সাভারে শিক্ষককে স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা হলো। নড়াইলে ডিসি, এসপি পুলিশের উপস্থিতিতে একদল মানুষ একটি কলেজের অধ্যক্ষের
গলায় জুতার মালা পরিয়ে তাকে লাঞ্ছিত করলো, অথচ তাদের মূল হোতাকে এখনও গ্রেফতার করা হলো না। এর আগে বিজ্ঞান শিক্ষক হৃদয় মন্ডলকে মিথ্যা অপবাদে
গ্রেফতার ও তার বাড়ি ঘর ভাঙচুরের ঘটনার কোন বিচার, সাম্প্রতিক হামলা ও হত্যার কোন বিচার হয় নি। ফলে অপরাধীরা বুঝে যায় ভিক্টিম সংখ্যালঘু
সম্প্রদায়ের হলে তার উপর যেকোন অন্যায় করে-ও পার পেয়ে যাওয়া যাবে। এই বিচারহীনতার রেওয়াজের ফলে অপরাধীরা বেপরোয়া হয়ে ওঠে।
এছাড়াও সমাবেশ থেকে নেতৃবৃন্দ সিন্ডিকেটের দৌরাত্ম ভেঙে ভোজ্য তেল, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ, মজুতদার ও মূল্যবৃদ্ধির জন্য
দায়ীদের শাস্তি, রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানান।