মাগুরা বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়ামে ১২ জুন শনিবার, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনূর্ধ-১৭ (বালিকা) চ্যাম্পিয়ান শিপের খেলা শুরু হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুলিয়া সুকায়না এ খেলার শুভ উদ্বোধন করেন ।
খেলায় মোট জেলার চারটি উপজেলার বালিকা ফুটবল দল অংশগ্রহণ করবে।

ছবি : দৈনিক মাগুরা
দিনের প্রথম উদ্বোধনী খেলায় বিকাল ৪.৩০ মিনিটে অংশগ্রহণ করেন মাগুরার শ্রীপুর উপজেলা বালিকা ফুটবল একাদশ এবং মাগুরা পৌরসভা বালিকা ফুটবল একাদশ। খেলার শুরুতে শ্রীপুর ফুটবল একাদশ এর প্লেয়াররা মুহুর্মুহু আক্রমণে পৌর ফুটবল একাদশের রক্ষণভাগকে পুরো নিজেদের করে নেয়। খেলা শুরুর প্রথময়ার্ধের ৪,৫,৯,১৫ ও ১৬ মিনিটের মাথায় পৌরসভা বালিকা একাদশ ৫টি গোল হজম করে।
প্রথময়ার্ধে শ্রীপুর একাদশের হয়ে গোল করেন বর্ষা, সুমাইয়া, ও লিজা। বর্ষা খেলার ১৬ মিনিটের মাথায় গোল দিয়ে হ্যাট্রিক পূর্ণ করেন।
পরে দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৪ মিনিটের মাথায় গোল করেন শ্রীপুর বালিকা একাদশের মুন্নি এবং ১২ মিনিটে অর্পিতা বিশ্বাস।
মাগুরা পৌরসভা বালিকা একাদশ ৭ গোল খেয়ে তারা খেলা থেকে সরে দাড়ায়।
মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এ টুর্ণামেন্টের আয়োজন করে । এ টুর্ণামেন্টে বালক গ্রুপে ৫টি দল ও বালিকা গ্রুপে ৪ টি ফুটবল দল অংশ নিয়েছে ।
আগামী ১৪ জুন এ টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ।