1. dainikmagura@gmail.com : magura :
সাতক্ষীরা মেডিকেলে একদিনে সার্বোচ্চ ৯ জনের মৃত্যু, আক্রান্তের হার ৬০.৮৭ শতাংশ | দৈনিক মাগুরা
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৬:০৪ অপরাহ্ন

সাতক্ষীরা মেডিকেলে একদিনে সার্বোচ্চ ৯ জনের মৃত্যু, আক্রান্তের হার ৬০.৮৭ শতাংশ

কৃঞ্চ ব্যানার্জী ,সাতক্ষীরা
  • আপলোডের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৪৪৫ জন দেখেছেন
সাতক্ষীরা জেলা
সাতক্ষীরায় করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৯জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পজিটিভ ১জন। বাকি ৮জন করোনা উপসর্গে মারা গেছে।
এছাড়া মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও ৬টি ক্লিনিকে ৩৬১ জন ভর্তি রয়েছে। এরমধ্যে পজিটিভ ৩৮ জন। পাশপাশি ৮২৯ জন করোনা পজিটিভ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। এছাড়াও জেলায় মোট পজিটিভ মৃত্যু ৫৭জন ও করোনা উপসর্গে মৃত্যু ২৬৬ জন। জেলায় এপর্যন্ত মোট আক্রান্ত ২৭৮৪জন।
গত ২৪ ঘন্টায় সাতক্ষীরা মেডিকেলে ৯২জনের করোনা টেষ্টে ৫৬জন আক্রান্ত হয়েছে। আক্রান্তের হার ৬০ দশমিক ৮৭ শতাংশ।
অপরদিকে সাতক্ষীরায় আজ থেকে তৃতীয় দফার লকডাউন শুরু হয়েছে। এবারের লকডাউন বাস্তবায়নে সকাল ১১টায় শহরের হাসপাতাল সড়ক থেকে সামাজিক ও রাজনৈতিক সংগঠন ও ব্যক্তিদের নিয়ে প্রশাসন ও আইনশৃঙখলা বাহিনীর কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়া ও প্রচন্ড বৃষ্টির কারণে তা হয়নি।
সীমান্ত জেলা সাতক্ষীরায় এখনও প্রতিদিন বিজিবির অভিযানে ভারত থেকে দেশে আগত ১০ থেকে ১২জনকে আটক করে কোয়ারেন্টাইনে রাখার কার্যক্রম অব্যহত আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )