ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে’র নামে মিথ্যা মামলা ও সারা দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে গতকাল সোমবার বিকালে মাগুরা চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও সমাবেশ হয়েছে ।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মাগুরা শাখার আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাড.সনজিত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু,শ্রীপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি অপূর্ব মিত্র ,রাম প্রসাদ মিত্র ও পংকজ সাহা প্রমুখ । সমাবেশে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে’র নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও সারা দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবী জানানো হয় ।