মাগুরা জেলা পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে । ২৯ জুন বুধবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের প্রশাসক পংকজ কুমার কুন্ডু ৫৪ কোটি ৬০ লক্ষ ৮২ হাজার ৫৮০ টাকার এ বাজেট ঘোষনা করেন । অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক পংকজ কুন্ডু’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মো: কামরুজ্জামান, জেলা আওয়ামীলীগের সভাপতি আ. ফ.ম আব্দুল ফাত্তাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী প্রকৌশলী বাদল চন্দ্র হালদার,এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম,শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ,শালিখা উপজেলা নির্বাহী অফিসার মো: তারিক উল হাসান ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান প্রমুখ ।
এবারের বাজেটে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে ৫৪ কোটি ৬০ লক্ষ ৮২ হাজার ৫৮০ টাকা । বিভিন্ন উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে মোট ২২ কোটি ৭৯ লক্ষ ২০ হাজার টাকা । জেলা পরিষদ প্রতি বছর বিভিন্ন ধমীয় প্রতিষ্ঠান অনুদান, শিশু ও বৃদ্ধদের জন্য প্রকল্প,গরীব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি,কম্পিউটার প্রশিক্ষণ,দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণসহ নানা সামাজিক কর্মকান্ড চালিয়ে আসছে ।