1. dainikmagura@gmail.com : magura :
৯ জুন অনুষ্ঠিত হবে ১৯ তম চাইল্ড পার্লামেন্ট | দৈনিক মাগুরা
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৭:৩১ পূর্বাহ্ন

৯ জুন অনুষ্ঠিত হবে ১৯ তম চাইল্ড পার্লামেন্ট

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : সোমবার, ৭ জুন, ২০২১
  • ৭২২ জন দেখেছেন
প্ল্যান ইন্টারন্যাশনাল, সেভ দ্যা চিলড্রেন, আইন ও সালিশ কেন্দ্র, ও ইয়েস বাংলাদেশের সহযোগিতায় এনসিটিএফ (NCTF) বাংলাদেশ এর আয়োজনে ১৯ তম চাইল্ড পার্লামেন্ট অনুষ্ঠিত হবে আগামী ৯ জুন বুধবার দুপুর দুইটায় জুুুম এ্যাপের মাধ্যমে।
অনুষ্ঠিত পার্লামেন্টে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিবেন শিক্ষামন্ত্রী ড. দিপু মনি এমপি। এ সময় তার সাথে ভার্চুয়ালি যোগ দিবেন ৬৪ জেলার এনসিটিএফ (NCTF) এর ১২৮ জন শিশু সংসদ সদস্য। ভার্চুয়ালি এ চাইল্ড পার্লামেন্ট সঞ্চালায় থাকবেন চাইল্ড পার্লামেন্ট স্পিকার – মরিয়ম আক্তার জিম এবং ডেপুটি স্পিকার – প্রদীপ্ত রায়।
অনুষ্ঠিত চাইল্ড পার্লামেন্টে উপলক্ষে ৬৪ জেলার ১২৮ জন শিশু সংসদ সদস্যরা ৫-৬ জুন প্রস্তুতিমূলক কর্মশালার আয়োজন করে ভার্চুয়াল জুম এ্যাপে। কর্মশালায় ‘আমরা কেমন আছি’ এই স্লোগানে করানাকালীন শিশু শিক্ষা স্বাথ্য ও সুরক্ষা বিষয় নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )