ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে মাগুরা জেলা আইনজীবী সমিতি। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতের সামনে সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এম মাহবুবুল আকবর কল্লোলের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেন অর্থ শতাধিক আইনজীবী। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহেদ হাসান টগরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি রোকনুজ্জামান খান ও আইনজীবী সমিতির সভাপতি এম মাহাবুবুল আকবর কল্লোল। বক্তারা ফিলিস্তিনী ভূখণ্ডে চলমান হামলা ও গণহত্যা বন্ধের দাবি জানান। পাশাপাশি এর প্রতিবাদ হিসেবে সকল প্রকার ইসরাইলি পণ্য বর্জন করতে জনসাধারণকে আহ্বান জানান তাঁরা।