1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় গণমাধ্যম কর্মীদের সাথে সেনাবাহিনীর বিশেষ মোনাজাত ও ইফতার | দৈনিক মাগুরা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন

মাগুরায় গণমাধ্যম কর্মীদের সাথে সেনাবাহিনীর বিশেষ মোনাজাত ও ইফতার

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ৩৮ জন দেখেছেন
মাগুরায় সেনাবাহিনীর ইফতার মাহফিল

মাগুরায় পবিত্র মাহে রমজান উপলক্ষে সেনাবাহিনীর মাগুরা ক্যাম্পেরে আয়োজনে শুক্রবার (২১মার্চ ২০২৫) বিকেলে জেলার কর্মরত প্রিন্টি ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীদের সাথে সরকারি পলিটেকনিক কলেজের হল রুমে বিশেষ মোনাজাত ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মাগুরা আর্মি ক্যাম্পের দায়িত্বে থাকা মেজর সাফিন এ সময় মোনাজাত ও ইফতার মাহফিলে সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন।

ইফতারের আগে সাংবাদিকদের সাথে পরিচয় পর্ব শেষে মাগুরা বিভিন্ন পরিস্থিতি ও কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয়।

মাগুরার সম-সাময়কি বিষয় নিয়ে সাংবাদিকেরা বলেন, বিভিন্ন সময়ে আপনাদের উদ্ধার অভিযান জনমনে প্রসংসা কুড়িয়েছে। এর ধারবাহিকতা আপনারা বজায় রাখবেন সেই প্রত্যাশা ব্যক্ত করেন জেলার সংবাদ কর্মীরা। এ সময় গণমাধ্যম কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি হেলাল হোসেন, প্রথম আলোর মাগুরা জেলা প্রতিনিধি কাজী আশিক রহমান, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়সাল পারভেজ, যুগান্তরের জেলা প্রতিনিধি আবু বাসার আখন্দ, এস,এ টিভি ও বাসস এর জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, এটিএন বাংলার জেলা প্রতিনিধি সুজন মাহমুদ সহ উপস্থিত সাংবাদিকেরা বক্তব্য রাখেন।

মোনাজাত ও ইফতারের আগে মেজর সাফিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উওর প্রদান করেন। তিনি বলেন, মাগুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য সেনাবাহিনী সর্বপরি তৎপর রয়েছে। সম্প্রতি মাগুরার আলোচিত শিশু ধর্ষণ এর ঘটনায় মাগুরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম সফল ভাবে প্রতিহত করে স্বাভাবিক অবস্থায় নিয়ে এসেছি। আশা করছি মাগুরার আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা স্বাভাবিক রাখতে সক্ষম হবো। পরে ইফতার শেষে আবারো সাংবাদিকদের সাথে কুশল বিনিময় করেন এবং সবার মঙ্গল কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )

You cannot copy content of this page