নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে মাগুরায় কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করা হয় হত্যার প্রতিবাদে। মিছিল শেষে বিক্ষোভ কারীরা মাগুরা শহরের নোমানী ময়দানে এসে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করেন। নামাজ শেষে মোনাজাতে নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার বিচার চেয়ে তাদের জন্য দোয়া কামনা করা হয় এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
বিক্ষোভ মিছিল ও নামাজ শেষে সমাবেশে বক্তরা বলেন, ফিলিস্তিনে চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরায়েল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। এছাড়া ইসরায়েলের সব ধরনের পণ্য সামগ্রী বর্জনের দাবি তোলা হয়। একই সঙ্গে ১৭ অক্টোবরে ফিলিস্তিনের হাসপাতালে বর্বরোচিত হামলার দিনটিকে বাংলাদেশে মুসলিম গণহত্যা দিবস পালন করতে সরকারকে অনুরোধ করা হয়।
ফিলিস্তিনির মুসলিম জনগণের পক্ষে সমগ্র মুসলিম জাহানের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।