1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় শিশু ধর্ষণ:৯০দিনের ভেতর বিচার হতে হবে-শফিকুর রহমান | দৈনিক মাগুরা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৯:৩৫ অপরাহ্ন

মাগুরায় শিশু ধর্ষণ:৯০দিনের ভেতর বিচার হতে হবে-শফিকুর রহমান

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৩৮ জন দেখেছেন
মোনাজাত করছেন জামায়াতে আমির
৯০ দিনের ভেতরে বিচার হতে হবে মাগুরায় আছিয়ার দোয়া মাহফিলে জামাতের আমির
শফিকুর রহমান
মাগুরায় শিশু ধর্ষনের ঘটনায় মারা যাওয়া শিশু আছিয়ার কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামের আমীর শফিকুর রহমান। সকাল সাড়ে দশটায় শ্রীপুরের সোনাইকুন্ডি গোরস্থানে তিনি কবর জিয়ারত করেন। এরপর স্থানীয় সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে সংক্ষিপ্ত বক্কব্য রাখেন। তিনি বলেন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে এ ধরনেন ঘটনা ঘটেই যাবে।
কবর জেয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, অভিযুক্ত আসামীদের বাড়ি ঘর পুড়িয়ে দেয়া  সহ ভাংচুরে সমর্থন করেন কিনা সাংবাদিকদের প্রশ্নে আমীর বলেন,যেখানে বিচার প্রক্রিযা চলমা। সেখানে দোষী প্রমানিত।হবার সুযোগ দিতে হবে।
মব জাস্টিসের নামে জ্বালাও পোড়াও হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন,মব সৃষ্টি হয়েছে।এটা থামাতে সকলের সহযোগিতা লাগবে। মনে রাখতে হবে দেশটা আমাদের সবার।
কবর জিয়ারত শেষে এক দোয়া মাহফিলে অংশ নেন তিনি।
শফিকুর রহমান দোয়া মাহফিলে এক বক্তব্য বলেন, আছিয়ার ঘটনায় যে মামলার ৯০ দিন সময় দেয়া হয়েছে সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু সতর্ক করে দিতে চাই এটা ৯১ দিন হলে আমরা মানবো না।
তিনি আরও বলেন, অপসংস্কৃতির জন্য এগুলো দীর্ঘদিন ধরে চলছে। ধর্ষনের বিচার একমাত্র ফাঁসি বলে তিনি দাবি করেন।
সেই সাথে বাংলাদেশে ধর্ষনের ঘটনায় আগেও তেমন বিচার হয়নি বলে তিনি দাবি করেন।
ধর্ষনের বিচার এর আগে কয়েকটি ফাঁসি হলেও বেশির ভাগ ধোষীরা ছাড়া পেয়ে গেছে।
তিনি আরো বলেন যে ৭ দিনের মধ্যে বিচার বিচার শেষ করার জন্য অনেকে বলছে আমরা একমত না। কারন মামলার কিছু প্রক্রিয়া রয়েছে। সেটা সঠিক বিচার প্রক্রিয়াকে এ সব বক্তব্যর জন্য বাধা গ্রস্থ করছে। যেজন্য ৯০দিন ই সঠিক আছে।
তিনি বলেন, সকলের সহযোগিতায় আমরা একটি সটিক সমাজ গড়তে পারবো। মনে রাখতে হবে দেশটা আমাদের সবার।
দোয়া মাহফিল শেষে তিনি জারিয়া গ্রামে আছিয়ার পরিবারকে দেখতো যান। সেখানে তাদের সমবেদনা জানান।
এ সময় তার সাথে ছিলেন জেলা পর্যায়ের নেতাকর্মীরা। বেলা ১১ টার পর তিনি হেলিকপ্টার যোগে ঢাকায় রওনা দেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )

You cannot copy content of this page