মাগুরার এক আয়ুবের জেল খাটছেন আরেক আয়ুব

জাতীয় পরিচয় পত্রে দুজনের নামই মোঃ আয়ুব আলী। বর্তমানে দুজনের বাড়িই মাগুরা পৌরসভার নিজনান্দুয়ালী গ্রামে। তবে বাবা মায়ের নাম ভিন্ন। এ দুজনের মধ্যে এক জনের নামে ২০১৭ সালে পাবনা সুজানগর থানায় শিশু ধর্ষণের একটি মামলা হয়। ওই সময় মামলার বাদি ‘ভুল’ করে এক আয়ুবের বাবার নাম অন্য জনের সঙ্গে জুড়ে দেন। সেই ভুলের সূত্র ধরে … Continue reading মাগুরার এক আয়ুবের জেল খাটছেন আরেক আয়ুব