1. dainikmagura@gmail.com : magura :
মাগুরা অনলাইন সেবা নামে অ্যাপ তৈরী করলেন পলিটেকনিক ছাত্র হাসিবুল | দৈনিক মাগুরা
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:১২ অপরাহ্ন

মাগুরা অনলাইন সেবা নামে অ্যাপ তৈরী করলেন পলিটেকনিক ছাত্র হাসিবুল

দৈনিক মাগুরা ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৫০০ জন দেখেছেন
ছবি: হাসিবুল ইসলাম Magura Online Seba মোবাইল অ্যাপ নির্মাতা

বাংলাদেশের প্রথম নিরক্ষর মুক্ত জেলা মাগুরা। এই জেলার মহম্মদপুর উপজেলার কৃতি সন্তান হাসিবুল মাগুরা অনলাইন সেবা নামে একটি অ্যাপ তৈরী করে প্রসংসায় ভাসছেন। হাসিবুল ইসলাম মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ৪র্থ পর্বের ছাত্র। তিনি মাগুরা মহম্মদপুর উপজেলার পানি ঘাটা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

Magura Online Seba নামে মাগুরা জেলার সম্ভাব্য সকল তথ্য নিয়ে একটি মোবাইল অ্যাপ্লিকেশন বানিয়েছেন তিনি। এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে মাগুরা জেলার বিভিন্ন প্রয়োজনীয় তথ্যসেবা যে কেউ বিনামূল্যে পেতে পারবেন। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে আপ্লিকেশনটি ব্যবহার করা যাবে।

অ্যাপটিতে যে সকল সেবাসমূহ পাওয়া যাবেঃ-

মাগুরা জেলার প্রতিদিনের খবর।
বিভিন্ন হাসপাতাল সমূহের সাথে যোগাযোগের ব্যবস্থা।
যেকোনো গ্রুপের রক্তের প্রয়োজনে ব্লাড ডোনার অথবা ডোনার ম্যানেজকারী সেচ্ছাসেবীদের সাথে যোগাযোগের ব্যবস্থা।
জরুরী মূহুর্তে এ্যাম্বুলেন্স সার্ভিসের সাথে যোগাযোগের ব্যবস্থা।
বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের লিস্ট সমূহ।
অগ্নিকান্ড প্রতিরোধে জরুরি মুহুর্তে ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগের ব্যবস্থা।
মাগুরা জেলা পুলিশের সাথে যোগাযোগের ব্যবস্থা ও নম্বর সমূহ।
বিভিন্ন প্যানেল আইনজীবীদের সাথে যোগাযোগের ব্যবস্থা।
মাগুরা জেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকগনের সাথে যোগাযোগের সু-ব্যবস্থা রয়েছে।
মাগুরা জেলার সকল পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে যোগাযোগের ব্যবস্থা।
বিভিন্ন হোটেলসমূহের সাথে যোগাযোগের ব্যবস্থা।
বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করার সু-ব্যবস্থা।
আপনার গৌন্তব্যে পৌছানোর জন্য অগ্রিম বাসের টিকিট কাঁটার সু-ব্যবস্থা।
বিনামূল্যে বিভিন্ন সরকারি কল সেন্টারের সাথে যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় সেবাটি পেতে পারেন।
মাগুরা জেলার বিভিন্ন দর্শনীয় স্থানের তালিকা সমূহ পাওয়া যাবে।

তাছাও থাকছে কুরিয়ার সার্ভিসের সাথে যোগাযোগের ব্যবস্থা, মাগুরা সরকারি ট্রেইনিং সেন্টার, স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সাথে যোগাযোগের ব্যবস্থা।

এছাড়াও ধীরে ধীরে আপডেট এর মাধ্যমে আরো অনেক সেবা যুক্ত হবে অ্যাপটিতে।

অ্যাপটির লিংক:  https://play.google.com/store/apps/details?id=com.hasibtech.maguraonlineseba

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )