মাগুরা আর্মি ক্যাম্পের কমান্ডার কর্তৃক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলমান এসএসসি পরীক্ষা পরিদর্শন করেছেন জেলার দায়িত্বে থাকা মেজর সাফিন। মাগুরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর সদস্যরা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে দায়িত্ব পালন করে আসছেন। সে হিসেবে আজ থেকে শুরু হয়া এসএসসি পরীক্ষার প্রশ্নের নিরাপত্তা কিংবা কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালন করছে তারা। তাদের দায়িত্ব পালনের পাশা পাশি রয়েছে অন্যআন্য আইশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যার কারনে শৃঙ্খলার মধ্যদিয়েই পরিক্ষার্থীরা নির্বিগ্ন পরিক্ষা দিতে পারেছে।
বৃহস্পতিবার (১০এপ্রিল) সকালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে দেশব্যাপী। আজ থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত। এবারও প্রতিবারের ন্যায় বাংলা প্রথমপত্রের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। নির্দিষ্ট দিনগুলোতে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ থেকে ২২ মে পর্যন্ত।
জেলা শিক্ষা অফিসার আলোমগীর হোসেন জানান, ২০২৫ সালে এ জেলায় এবার এস এস সি,দাখিল,ও ভোকেশনাল মিলে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১১৭৪৮ জন। যেখানে গতবার পরিক্ষার্থী ছিলো অথাৎ ২০২৪ সালে এস এস সি,দাখিল, ভকেশনাল,সর্বমোট মিলে পরীক্ষার্থী ছিল ১৩৫৮৫ জন।
এবার জেলায় মুল কেন্দ্রের সংখ্যা ১৭ টি তবে এই কেন্দ্রের অধীনে ১৮টি ভেন্যু তে মোট এস এস সি পরীক্ষার্থী ৮৯৫৪ জন পরীক্ষা দিচ্ছেন। যা কিনা গত ২০২৪ সালে ১০৯৫৯ জন ছিলো। সেই হিসেবে কমছে পরীক্ষার্থীর সংখ্যা।
একইভাবে দাখিল পরীক্ষা ০৭টি কেন্দ্রের অধীনে মোট পরীক্ষার্থী ১৬৯৯ জন। গত ২০২৪ সালে যা ছিলো ১৪৭৫ জন)। এসএসসি ভোকেশনাল পরীক্ষা মুলকেন্দ্রর সংখ্যা ০৬ টি যার অধীনে রয়েছে ৩টি ভেন্যু এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০৯৫ জন। গত ২০২৪ সালে ছিলো ১১৫১ জন।