মাগুরায় দীর্ঘদিন বন্ধ থাকা টেক্সটাইল মিলের অভ্যন্তরে মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে গণস্বাক্ষর, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ভায়না মোড়ে এ মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ভায়না, ভিটাসাইরসহ ওই এলাকার লোকজন।
টেক্সটাইল মিলে মাগুরা মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির আহবায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য সচিব খান মোজাহিদুল ইসলাম নান্টু, মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা নাজমুল হাসান লিটন ও অপু শেখসহ অন্যরা।
বক্তারা বলেন, মাগুরা-যশোর সড়কের ভায়না এলাকায় পরিত্যক্ত টেক্সটাইল মিলের অভ্যন্তরে প্রতিষ্ঠার জন্য নির্বাচন করা হলে রাষ্ট্রের অর্থ অপচয় হতে রক্ষা পাওয়া যাবে। পাশপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশ কয়েকটি জেলার মানুষ এখান থেকে সহজে সেবা নিতে পারবে।
পরে এলাকাবাসীর পক্ষে প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য উপদেষ্টা বরাবর গণস্বাক্ষরসহ একটি স্মারকলিপি জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।