1. dainikmagura@gmail.com : magura :
মাগুরা শ্রীপুরের কাজলী কলেজিয়েট স্কুলের নবীন বরণ অনুষ্টিত | দৈনিক মাগুরা
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:২১ অপরাহ্ন

মাগুরা শ্রীপুরের কাজলী কলেজিয়েট স্কুলের নবীন বরণ অনুষ্টিত

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
  • ২৯০ জন দেখেছেন
সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল দিয়ে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার কাজলী কলেজিয়েট স্কুলের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টায় প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে এই নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল ইসলাম।
এই অনুষ্ঠানকে কেন্দ্র করে শিক্ষা অঙ্গন মুখরিত হয়ে ওঠে ।
সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
দেশের উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই উল্লেখ করে মো. আশরাফুল ইসলাম বলেন, সুন্দর শিক্ষার পরিবেশ ও একদল অভিজ্ঞ শিক্ষকের হাত ধরে কাজলী কলেজিয়েট স্কুল সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা তাত্ত্বিক, ব্যবহারিক ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি ও রক্ষা করার জন্য বদ্ধপরিকর।
নবীন ও বর্তমান শিক্ষার্থী ছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কাজলী কলেজিয়েট স্কুলে যশোর শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ছাড়াও ২০১১ সাল থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) সমমানের ব্যবসায় ব্যবস্থাপনা টেকনোলজি (বিএমটি) শিক্ষাক্রমের ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্পেশালাইজেশন চালু রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )

You cannot copy content of this page