1. dainikmagura@gmail.com : magura :
শ্রীপুরে ৩ হাজার ৫শ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ | দৈনিক মাগুরা
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন

শ্রীপুরে ৩ হাজার ৫শ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২০৫ জন দেখেছেন

মাগুরার শ্রীপুরে সোমবার বিকেলে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর হয়। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শ্যামনন্দ কুন্ডু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সূফি মোঃ রফিকুজ্জামান। উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটি আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থ বছওে প্রনোদনা কর্মসূচীর আওতায় সরিষা, গম, ভূট্টা, চীনাবাদান, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর উৎপাদন বৃদ্ধিও জন্য উপজেলার ৩ হাজার ৫শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ সার ও বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সালমা জাহান নিপা। অনুষ্ঠানে বিশেষঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণসম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন প্রমুখ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ এবং উপকারভোগী কৃষকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )