মাগুরায় পয়:বর্জ্য বিষয়ের কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ বুধবার দুপুরে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে ।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় পয়:বর্জ্য বিষয়ের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে আলোচনা করেন মাগুরা পৌরসভার প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল,সচিব রেজাউল করিম,কাউন্সিলর আবু রেজা এহিয়া নান্টু ও লিয়াকত আলী প্রমুখ । ইউকে অর্থায়নে প্যাকটিক্যাল এ্যাকশন এর সহযোগিতায় মাগুরা পৌরসভা এ অনুষ্ঠানের আয়োজনে করে ।
উল্লেখ্য,গত বছর ২০২০খ্রিষ্টাদ্বের মার্চ মাসে পয়:বর্জ্য বিষয়ের কুইজ প্রতিযোগিতায় আয়োজন করা হয় । প্রতিযোগিতায় অংশ নেওয়া শতাধিক কুইজ বিজয়ী উত্তরদাতাদের পুরস্কার তুলে দেন অতিথিরা ।
তাছাড়া ভিডিও প্রজেক্টের মাধ্যমে পয়:বর্জ্য বিষয়ের বিভিন্ন ক্ষতিকর দিক তুলে ধরে আলোচনা করেন পৌরসভার সমন্বয়কারী আব্দুল করিম ।