1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় দেশীয় অস্ত্রসহ আটক ৩ | দৈনিক মাগুরা
সোমবার, ১২ মে ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন

মাগুরায় দেশীয় অস্ত্রসহ আটক ৩

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৩৮৬ জন দেখেছেন
মাগুরা দেশীয় অস্ত্রসহ তিন জনকে আটক করেছে মাগুরা জেলা ডিবি পুলিশ। চক্রের মুলহোতা জাহিদ শিকদারসহ তার অপর দুই সহযোগিকে আটক করেন তারা।
রোববার (৪ মে ২৩) দুপুর সাড়ে বারো টার দিকে জেলা সদরের ভিটাসাইর ইসলাম বাগ পাড়া থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪টি ছুরি, ৭ টি দেশীয় তরবারি, বল্লম ৫টি বল ও সরকি সহ তাদেরকে আটক করা হয়।
আটকের বিষয়ে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (ডিবি) সৈয়দ মোশারফ হোসেন জানান, অভিযানে প্রথম আটক হওয়া জাহিদ শিকদার ভিটাশাইর গ্রামের মান্নাফ শিকদারের ছেলে। আটকের পর জাহিদের দেয়া তথ্যের ভিত্তিতে শহরের ভিভিন্ন যাইগাই অভিযান চালিয়ে তার সহযোগী মাগুরা সদরের শিমুলিয়া গ্রামের নজরুল ইসলাম এর ছেলে সাগর হোসেন (২২) ও একই গ্রামের ছোলেমান মোল্লার ছেলে রাসেল মোল্ল্যাকে (২১) আটক করা হয়।
তিনি আরো জানান, আটক হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মাগুরার একাধিক ব্যক্তির কাছে চাঁদা দাবি করা ও ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন মহলের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিলেন।
এ ঘঠনায় তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )

You cannot copy content of this page