1. dainikmagura@gmail.com : magura :
বন্ধ থাকা মাগুরা টেক্সটাইল মিলে মেডিকেল কলেজ স্থাপনের দাবি কংগ্রেসের | দৈনিক মাগুরা
সোমবার, ১২ মে ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

বন্ধ থাকা মাগুরা টেক্সটাইল মিলে মেডিকেল কলেজ স্থাপনের দাবি কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৪৮ জন দেখেছেন
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।

দীর্ঘদিন ধরে বন্ধ মাগুরা টেক্সটাইল মিলের জমিতে মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবি করেছে বাংলাদেশ কংগ্রেস। এ উপলক্ষে আজ সোমবার আলোচনা সভার আয়োজন করে রাজনৈতিক দলটি।

মাগুরা শহরের কলেজ পাড়ায় বাংলাদেশ কংগ্রেসের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন। দলটির মাগুরা জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ বাচ্চু চোপদারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মাগুরা জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য মোঃ আসাদুজ্জামান আসাদ, মোঃ কাজল ইসলাম, খোকন চোপদার, রেজাউল আলম, গোলাম নবী, ফরিদ হোসেন, মুকিদ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, মাগুরাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। পরিত্যক্ত টেক্সটাইল মিলের বিশাল জায়গা এই প্রকল্প বাস্তবায়নে উপযুক্ত স্থান হতে পারে। তাঁরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান। বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন বলেন, ‘টেক্সটাইল মিলটি দীর্ঘদিন পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় মানুষের কোন কাজে আসছে না। অন্যদিকে মাগুরা মেডিকেল কলেজের জন্য জায়গা অধিগ্রহণ করতে হবে। সরকার চাইলে আন্তঃমন্ত্রণালয়ের সমঝোতার মাধ্যমে এখানে মেডিকেল কলেজ ক্যাম্পাস স্থাপন করতে পারে। তাতে সরকারের অর্থ সাশ্রয় হবে। আর জায়গাটিতে মেডিকেল কলেজ হলে মানুষ উন্নত স্বাস্থ্য সেবা পাবে’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )

You cannot copy content of this page