1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা  | দৈনিক মাগুরা
শনিবার, ১০ মে ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন

মাগুরায় ভোক্তা অধিদপ্তরের যৌথ অভিযানে ৩৫ হাজার টাকা জরিমানা 

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৩ জন দেখেছেন
মাগুরা পুরাতন বাজারে ভো্ক্তা অধিদপ্তরের অভিযান
মাগুরা পুরাতন বাজারে ভো্ক্তা অধিদপ্তরের অভিযান

মাগুরা সদরের পুরাতন বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিত্যপণ্যের দোকানে বুধবার (২৬ই ফেব্রুয়ারি ২০২৫) দুপুর ১২টার দিকে অভিযান চালিয়েছে। অভিযানে দুটি দোকানে মোট ৩৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সৃষ্টি এন্টারপ্রাইজকে ৫ হাজার এবং ভাই ভাই স্টোরকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়। তাদের দোকানে মেয়ান উত্তীর্ণ মালামাল, মূল্য তালিকা না থাকা এবং সেমাইয়ের মূল্য লেখা না থাকার কারনে তাদেরকে অর্থদন্ড করা হয়।

এছাড়াও অন্য দোকানীদেরকে সতর্ক করা হয় প্রতিদিনের মূল্যতালিকা বোর্ডে নির্ধারণ করে লেখার জন্য।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষনের পাশাপাশি ছিলেন সেনাবাহিনী ও পুলিশ। দিন ব্যাপী শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন তারা।

অভিযানের বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তের সহকারি পরিচালক, মাগুরা, মোঃ সজল আহম্মেদ বলেন, সামনে রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রন করার জন্য তাদের অভিযান নিয়মিত পরিচালিত হবে। এছাড়াও রমজান মাসে বাজার মনিটরিং এর জন্য স্পেশাল টিম কাজ করবেন বলে জানান এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )

You cannot copy content of this page