মাগুরায় শিশু ধর্ষণের দ্রুত বিচারসহ আইন সংশোধনের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়।
মাগুরায় আলোচিত শিশু ধর্ষণের ঘটনায় মঙ্গলবার ১১মার্চ সকালে এ বিক্ষোভ মিছিল ও কর্মসূচী পালিত হয়।
সকালে সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহর প্রদক্ষীণ করে চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচী পালন করে। এদিকে শিশু ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা দ্রুত নিষ্পত্তি করে রায় কার্যকর, আসামীদের আইন সেবা অব্যহত রাখা, ডিএনএ টেষ্ট তদন্তের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ শেষ করাসহ ৭ দফা দাবী সম্বলিত স্মারকলিপি পেশ করে শিক্ষার্থীরা। জেলা প্রশাসক, পুলিশ সুপার ও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বরাবর শিক্ষার্থীরা তাদের দাবী সম্বলিত স্মারকলিপি পেশ করেন।